‘বাংলাদেশী’ সন্দেহে হয়রানির শিকার ভারতের বাংলাভাষীরা: নরেন্দ্র মোদিকে চিঠিতে কংগ্রেস নেতা অধীর

ভারতে বাংলাদেশী সন্দেহে বিভিন্ন রাজ্যে সেখানকার বাংলাভাষীদের হয়রানির শিকারের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। চিঠিতে তিনি বলেছেন, বাংলাভাষীরা দিল্লিসহ অন্য রাজ্যগুলোতে হয়রানি ও দুর্ব্যবহারের শিকার হচ্ছেন। এ বিষয়ে নরেন্দ্র মোদির হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন তিনি।
চিঠিতে তিনি বলেছেন, ভারতে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে ভারতের বাংলাভাষীদের টার্গেট করা হচ্ছে, যা একবারেই কাম্য নয়। এছাড়াও স্কুলে বাংলাভাষী শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহারের পাশাপাশি তাদের মা-বাবার ও জন্মস্থান সম্পর্কেও প্রশ্ন করা হচ্ছে।