বাঁধ বিস্ফোরণের জন্য ইউক্রেনকেই দায়ী করলেন পুতিন
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন বলেছেন, কাখোভকা বাঁধ বিস্ফোরণ ইউক্রেনের ‘বর্বর কাজ’ ছিল। বুধবার রাশিয়ার বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।
রুশ প্রেসিডেন্ট বলেছেন, কিয়েভ কর্তৃপক্ষ তাদের পশ্চিমা মিত্রদের পরামর্শে এখনও শত্রুতা বৃদ্ধি, যুদ্ধাপরাধ, প্রকাশ্যে সন্ত্রাসী পদ্ধতি ব্যবহার করা এবং রাশিয়ার ভূখণ্ডে নাশকতা করার বিষয়ে মদদ দিচ্ছে। এর একটি উজ্জ্বল উদাহরণ হল খারসন অঞ্চলে কাখোভকা জলবিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের বর্বর কাজ, যা একটি বড় আকারের পরিবেশগত এবং মানবিক বিপর্যয়ের দিকে পরিচালিত করেছিল।
মঙ্গলবার দক্ষিণ ইউক্রেনের দিনিপ্রো নদীর ওপর থাকা নোভা কাখোভকা বাঁধটি বিস্ফোরণে উড়ে যায়। এ ঘটনায় আশপাশের বিস্তৃত এলাকায় বন্যা সৃষ্টির জন্য একে অপরকে দোষারোপ করছে রাশিয়া ও ইউক্রেন। তবে ইউক্রেনের মিত্র ইউরোপীয় ইউনিয়ন বিস্ফোরণের জন্য রাশিয়াকে এককভাবে দায়ী করেছে।