দুই দিনে ১৯ হাজার আট টন বর্জ্য অপসারণ হয়েছে : সাইদ খোকন
ঢাকা: গত দুই দিনে ৩২৪টি গাড়িতে দুই হাজার ৯০২টি ট্রিপের মাধ্যমে ১৯ হাজার আট টন বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
বর্জ্য পরিষ্কারের তথ্য জানাতে ঈদের দুইদিন পর বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে এসে সাঈদ খোকন বলেন, “নগরবাসীর সার্বিক সহযোগিতায় আমরা আজ এই মুহূর্ত পর্যন্ত (বেলা সাড়ে ১১টা) দক্ষিণ সিটি করপোরেশন এলাকার শতভাগ বর্জ্য অপসারণ করতে সমর্থ হয়েছি।”
মেয়র জানান, গত দুই দিনে ৩২৪টি গাড়িতে দুই হাজার ৯০২টি ট্রিপের মাধ্যমে ১৯ হাজার আট টন বর্জ্য অপসারণ করা হয়েছে।
এবছর দক্ষিণ সিটি করপোরেশনে দুই লাখ ৪০ হাজার পশু কোরবানি হয়েছে বলেও জানান তিনি।
তবে পশু কোরবানির জন্য করপোরেশনের নির্ধারিত ৫০৪টি স্থানে উপস্থিতি আশানুরূপ ছিলনা বলে মন্তব্য করেন মেয়র সাঈদ খোকন।
ঘোষিত ৪৮ ঘণ্টা সময়ের আগেই কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করেছেন ঈদ খোকন। মঙ্গলবার ঈদের দিন দুপুর আড়াইটা থেকে বর্জ্য অপসারণে ৪৮ ঘণ্টার কার্যক্রমের সূচণা করেছিলেন মেয়র।
তিনি বলেন, “আমাদের এ উদ্যোগের দ্বিতীয় বছর চলছে। গতবছরের তুলনায় এবার উপস্থিতি বেশি ছিল। তবে দীর্ঘদিনের অভ্যাস থেকে বেরিয়ে আসতে সময় লাগবে।”
ঈদের দিন সকালে ভারি বৃষ্টি হওয়ায় নগরির অনেক এলাকায় কোরবানির পশুর রক্ত বৃষ্টির পানিতে মিশে যায়। ফলে রক্ত অপসারণে ও পরিস্কারে অতিরিক্ত শ্রমশক্তি ও খরচ বেচে যায়। এর সুবিধা ভোগ করেছে নাগরবাসীও।