বরিশালে নববর্ষে পান্তা-ইলিশ খাওয়া নিষিদ্ধ : ববি উপাচার্য
নিউজ নাইন২৪ডটকম, বরিশাল: এখন রূপালী ইলিশের প্রজণনের মৌসুম। এ সময়ে রূপালী ইলিশ খাওয়া মানে হচ্ছে দেশের অর্থনীতিকে ধ্বংস করা। তাই নববর্ষ উদযাপনে পান্তা-ইলিশ ছাড়া সব ধরনের আয়োজনই থাকবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে।
বরিশাল বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘সুপার ডুপার বৈশাখী মেলা’ উদযাপন উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক। বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন হয়। এতে বর্ষবরণ আয়োজনের নানা দিক তুলে ধরা হয়।
এ উৎসবের সহযোগি হিসেবে থাকছে ডেকো ফুডস্ লিমিটেড।
সংবাদ সম্মেলনে উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক বলেন, “বাংলা নববর্ষ উদ্যাপনের দিনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পান্তা-ইলিশ সম্পূর্নভাবে নিষিদ্ধ।”
উপাচার্য মনে করেন, এ সময়টি হচ্ছে রূপালী ইলিশের প্রজণনের মৌসুম। আর এ সময়ে পহেলা বৈশাখ উদযাপনে রূপালী ইলিশ খাওয়া মানে হচ্ছে দেশের অর্থনীতিকে ধ্বংস করা। কাজেই নববর্ষ উদযাপনে পান্তা-ইলিশ ছাড়া সব ধরনের আয়োজনই থাকবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে।
সংবাদ সম্মেলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, প্রক্টর (ভারপ্রাপ্ত) মো. শফিউল আলম, ডেকো ফুডস্ লিমিটেডের এজিএম মার্কেটিং অনুপম চন্দ্র দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।