ফেডারেল রিজার্ভ থেকে অর্থ লুট: শ্রীলঙ্কার ছয় নাগরিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিউজ নাইন২৪ডটকম, ডেস্ক : নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের অর্থ লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শ্রীলঙ্কার একটি ফাউন্ডেশনের ছয় পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে কলম্বোর একটি আদালত।
কলম্বোর চীফ ম্যাজিস্ট্রেট গিহান পিলাপিতিয়া সোমবার এই আদেশ দেন বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটের তদন্তের ভিত্তিতে পুলিশের দায়ের করা এক অভিযোগ আমলে নিয়ে আদালত এ আদেশ দেয়।
অভিবাসন দপ্তরের মুখপাত্র লক্ষণ জয়সা জানিয়েছেন, তারা আদালতের ওই নির্দেশ পালন করবেন।
পুলিশ আদালতকে জানায়, শালিকা ফাউন্ডেশন নামের প্রতিষ্ঠানটি কলম্বোর একটি প্রাইভেট ব্যাংকে গত ২৮ জানুয়ারি একটি একাউন্ট খোলে এবং এর ছয়দিন পর সেই একাউন্টে ১ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৭৭ ডলার বা প্রায় ১৬০ কোটি টাকা জমা হয়।
তবে সেই ব্যাংকটি বাংলাদেশ ব্যাংককে তা অবহিত করে এবং টাকা ফেরত দেয়।
নিম্ম-আয়ের পরিবারকে সহায়তার লক্ষ্যে ওই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠিত হয় বলে দাবি করা হয়। কিন্তু তাতে ভুয়া ঠিকানা ব্যবহার করা হয়।
ফেব্রুয়ারির শুরুতে বাংলাদেশের ৮০০ কোটি টাকা চুরির ঘটনায় ফিলিপাইন ও শ্রীলঙ্কায়ও তদন্ত চলছে। ওই টাকার বড় অংশই যায় ফিলিপাইনে।
এটাকে ইতিহাসের সবচেয়ে বড় ব্যাংক হ্যাকিং বলা হচ্ছে। যুক্তরাষ্ট্রও এ ঘটনার তদন্তে সম্পৃক্ত।