প্রধান বিচারপতিসহ বিতর্কিত সবাইকে পদত্যাগের আহ্বান ব্যারিস্টার খোকনের
ঢাকা: প্রধান বিচারপতিসহ বিতর্কিত সব বিচারপতিকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। এ সময়, রাষ্ট্রপতির কাছে দ্রুত পদত্যাগপত্র জমা দেয়ার আহবান করেন তিনি।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে সুপ্রিমকোর্ট বারে নিজ কক্ষে এসব কথা বলেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। একইসঙ্গে আগামী রোববার থেকে উচ্চ আদালতের কার্যক্রম শুরুর দাবিও জানান তিনি।
ছাত্রদের দাবির সাথে একমত পোষণ করে তিনি বলেন, হঠাৎ আদালত কেন বন্ধ হলো তা কেউ জানে না। অবিলম্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কার্যক্রম চালু করতে হবে।
এসকে সিনহাকে ক্যান্সারের রোগী বানিয়ে বিদেশে পাঠানো হয়েছে মন্তব্য করে তিনি বলেন, সরকার জোর করে তাকে অপমান করেছে। সেই ষড়যন্ত্রকারীদের বিচার করতে হবে। সেই সাথে আরও যারা বিচার বিভাগের কলকাঠি নাড়তেন, তাদেরকেও বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।