পাচার হওয়া অর্থ ফেরাতে দ্রুত ব্যবস্থা : অর্থ উপদেষ্টা

দেশ থেকে যে অর্থ পাচার হয়ে গেছে তা ফেরত আনতে অবশ্যই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। একই সঙ্গে তিনি বলেন, কালো টাকা যাতে না হয় এবং এ রকম অর্থ যেন পাচারের সুযোগ না পায়, সেদিকে নজর দেওয়া হবে। কালো টাকা হলে সমান সুযোগ থাকে না।

গতকাল বুধবার মানি লন্ডারিং ও সন্ত্রাসের অর্থায়ন প্রতিরোধে বিভিন্ন দিকনির্দেশনা এবং নীতি প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে গঠিত জাতীয় সমন্বয় কমিটির ২৮তম সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দুর্নীতি ও অর্থপাচারের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, সব কিছু সরকারের নজরে আছে।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘দুই বছর পর আমরা এই কমিটির মিটিং করছি। আজকে মানি লন্ডারিং বিষয়সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যার যা দায়িত্ব আমরা বলেছি।