নিজামীর সঙ্গে পরিবারের সাক্ষাৎ, রিভিউ আবেদন রোববারের কার্যতালিকায়

নিউজ নাইন২৪ডটকম, গাজীপুর: মৃত্যু পরোয়ানা পাওয়া জামায়াত আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে কাশিমপুর কারাগারে স্ত্রী, ছেলে ও পুত্রবধূরা দেখা করেছেন।
বৃহস্পতিবার দুপুরে তারা কারাগারের একটি কক্ষে প্রায় আধাঘণ্টা ছিলেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের পরোয়ানা পাওয়ার পর এ নিয়ে চারবার পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করলেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মো. নাশির আহমেদ জানান, দুপুর পৌনে ১টার দিকে নিজামীর স্ত্রী বেগম সামসুন্নাহার নিজামী, ছেলে ব্যারিস্টার নাজীব মোমেন, মেয়ে খাদিজা তাহেরা, পুত্রবধূ সালেহা ও রাইয়ান দেখা করেছেন।
“পারিবারিক বিষয়ে এবং মৃত্যুদণ্ডের রায়ের রিভিউর ব্যাপারে তারা কথা বলেছেন।”
সাক্ষাৎ শেষে দুপুর দেড়টার দিকে তারা কারাচত্বর ত্যাগ করেন বলে নাশির জানান।
এদিকে, যুদ্ধাপরাধী নিজামীর রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদন শুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় এসেছে। আগামী রোববারের (১০ এপ্রিল) কার্যতালিকায় রিভিউ আবেদনটি ১৯ নম্বরে রয়েছে।