দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা

ঢাকা: আজ ৬ আগষ্ট (মঙ্গলবার) রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দল, তিন বাহিনী প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি ও ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের পরিপ্রেক্ষিতে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির সিদ্ধান্ত চূড়ান্ত করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
বঙ্গভবন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংসদ বিলুপ্ত করা হয়েছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়ার পাশাপাশি ১ জুলাই ২০২৪ হতে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। ইতোমধ্যে অনেকে মুক্তি পেয়েছে।
এর আগে বিকেল তিনটার মধ্যে জাতীয় সংসদ ভেঙে না দিলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এক ভিডিও বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এই ঘোষণা দেন। এ সময় তার সঙ্গে আরও দুই সমন্বয়ক আসিম মাহমুদ ও আবু বাকের মজুমদার উপস্থিত ছিলেন।