ডিএসইতে প্রধান সূচক ৩৩, সিএসইতে বেড়েছে ৭২ পয়েন্ট
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক ও লেনদেন বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম।এদিন ডিএসইর প্রধান সূচক ৩৩ দশমিক ৮৩ পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক ৭২ দশমিক ৬৫ পয়েন্ট কমেছে।
এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫৩৫ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৩৩ কোটি ৬২ লাখ টাকা।
ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
“>ডিএসই
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫০০ কোটি ৩৮ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪৯৯ কোটি ৯৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬৩ পয়েন্টে এবং ৬ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ২৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৫টির, কমেছে ১০৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৩টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার, লংকা-বাংলা ফাইন্যান্স, প্রিমিয়ার ব্যাংক, আরএসআরএম স্টিল, ইসলামী ব্যাংক, রিজেন্ট টেক্সটাইল, ন্যাশনাল পলিমার, তুংহাই নিটং, শাহজিবাজার পাওয়ার এবং বেক্সিমকো লিমিটেড।.
“>সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩৫ কোটি ৬ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৩৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে এক কোটি ৩৭ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৭২ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ১০ হাজার ২৭৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১২০ দশমিক ২৩ পয়েন্ট কমে ১৬ হাজার ৯৩৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৯ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১২৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৭৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪১টির, কমেছে ৭৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৭৪টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার, মাইডাস ফাইন্যান্স, এবি ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, তুংহাই নিটিং, আরএন স্পিনিং এবং স্কয়ার ফার্মা।