ট্রাম্পের গ্রীনল্যান্ড কেনার আগ্রহের জবাবে ডেনমার্কের ১.৫ বিলিয়ন ডলারের প্রত

ট্রাম্পের গ্রীনল্যান্ড কেনার আগ্রহের জবাবে ডেনমার্কের ১.৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিনিয়োগ।
ডেস্ক রিপোর্ট:-ডে
নমার্ক সম্প্রতি গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা খাতে প্রায় ১.৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। গ্রিনল্যান্ড হলো বিশ্বের বৃহত্তম দ্বীপ, যেটি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আর্টিক অঞ্চলের একটি অংশ।
এই বিনিয়োগের ঘোষণা আসে এমন সময়ে, যখন মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কিনতে আগ্রহ প্রকাশ করেছে।
২০১৯ সালে ট্রাম্প প্রকাশ্যে এই দ্বীপ কেনার ইচ্ছা জানিয়ে আন্তর্জাতিক বিতর্ক সৃষ্টি করেছিলেন।
যদিও ডেনমার্ক ট্রাম্পের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে। তবে এই ঘটনাটি গ্রিনল্যান্ডের ভূরাজনৈতিক গুরুত্ব বাড়িয়ে তুলেছিল।
ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রী এই বিনিয়োগ ঘোষণাকে “ভাগ্যের পরিহাস” বলে উল্লেখ করেছেন।
তার এই মন্তব্যে ইঙ্গিত করে, ট্রাম্পের আগ্রহের পরিপ্রেক্ষিতে ডেনমার্ক এখন গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা ও নিরাপত্তা জোরদার করতে আরও তৎপর হয়েছে।
এটি মূলত ডেনমার্কের সার্বভৌমত্ব বজায় রাখার এবং গ্রিনল্যান্ডের ভূ-রাজনৈতিক গুরুত্ব রক্ষার একটি পদক্ষেপ।(na/7)