জামায়াত নিষিদ্ধের দাবি জয়ের

নিউজ নাইন২৪ডটকম, অনলাইন প্রতিবেদক: জামায়াতকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য-প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শনিবার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে জামায়াতকে ‘সন্ত্রাসী সংগঠন’ উল্লেখ করে তিনি দলটি নিষিদ্ধের দাবি জানান।
আইএসের সাময়িকী ‘দাবিক’-এর চতুর্দশ সংখ্যায় বাংলাদেশ শাখার কথিত প্রধান শেখ আবু ইব্রাহিম আল-হানিফের একটি সাক্ষাতকার ছাপা হয়। সাক্ষাতকারে আবু ইব্রাহিম দাবি করেছে, যুদ্ধাপরাধের বিচার এবং শীর্ষনেতাদের ফাঁসিতে চাপের মুখে থাকা জামায়াতের তৃণমূল পর্যায়ের কিছু কর্মী আইএসে যোগ দিয়েছে।
এ ব্যাপারে স্ট্যাটাসে জয় লিখেছেন, ‘আমরা বাঙালিরা ১৯৭১ সাল থেকে জানি যে, জামায়াত একটি সন্ত্রাসী সংগঠন। এখন আবারও এটি আইএস-এর তরফ থেকে সরাসরি প্রমাণ হলো।’ ‘জামায়াতের সদস্যরা সক্রিয়ভাবে আইএসে যোগ দিচ্ছে’ উল্লেখ করে স্ট্যাটাসে জয় আরও লিখেছেন, ‘আজ পর্যন্ত, যত সন্ত্রাসবাদী বাংলাদেশে গ্রেপ্তার হয়েছে তারা সব জামায়াতের অথবা এর ছাত্র সংগঠন ছাত্রশিবিরের সদস্য ছিল। এদের সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা উচিত।’