জরিপ: যে ৬টি সমস্যার সমাধান দ্রুত চান নগরবাসী
নিউজ নাইন২৪, ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়রের এক বছর পূর্ণ হয়েছে। এই এক বছরে তারা প্রতিশ্রুতি অনুযায়ী কতটুকু কাজ করতে পেরেছেন বা পারেননি, সেই তথ্য তুলে আনতে ঢাকার দুটি সিটিতে একটি জরিপ চালানো হয়। এতে অংশ নেন দুই ঢাকার ১৮০০ করে মোট ৩ হাজার ৬ শ’ জন। জরিপে আসন্ন বছরগুলোতে নগরের কোন ছয়টি সমস্যার সমাধান অগ্রাধিকার ভিত্তিতে চান তা জানতে চাওয়া হয় অংশগ্রহণকারীদের কাছে।
ওই প্রশ্নের জবাবে দেখা যায়, নগরের বর্জ্য ব্যবস্থাপনা এবং পানি ও গ্যাস সমস্যার সমধান দ্রুত চান বলে মত দিয়েছেন বেশিরভাগ মানুষ।
অংশগ্রহণকারীদের অগ্রাধিকার ভিত্তিতে চাওয়া বিষয়গুলো হলো-
১. বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন: বর্জ্য ব্যবস্থাপনা ঢাকার অন্যতম প্রধান সমস্যা এবং এই সমস্যার অগ্রাধিকার ভিত্তিতে সমাধান চান ৭১.৫৮ শতাংশ মানুষ।
২. পানি ও গ্যাসের সমস্যার দৃশ্যমান সমাধান: পানি ও গ্যাস সমস্যাও নগরের অন্যতম প্রধান সমস্যা এবং এই সমস্যার দ্রুত সমাধান চান ৭১.৫০ শতাংশ মানুষ।
৩. জলাবদ্ধতা নিরসন: সাধারণত বর্ষাকালে বৃষ্টি হলেই ঢাকার রাস্তায় ও আবাসিক এলাকাগুলোতে জলাবদ্ধতা একটি নিয়মিত দৃশ্য এই সমস্যার অগ্রাধিকারভিত্তিক সমাধানের পক্ষে মত দিয়েছেন ৬৩.৫৬ শতাংশ মানুষ।
৪. খাদ্যে ভেজাল রোধে ভূমিকা রাখা: খাদ্যে ভেজাল সমস্যার দ্রুত সমধানের পক্ষে মত দিয়েছেন ৬২.২৫ শতাংশ অংশগ্রহণকারী।
৫. গণপরিবহনে নারীদের নিরাপত্তা: গণপরিবহনে নারীদের নিরাপত্তা দেয়ার বিষয়ে মত দিয়েছেন ৬১.৯২ শতাংশ অংশগ্রহণকারী।
৬. বখাটেদের আইনের আওতায় আনা: এলাকাভিত্তিক বখাটেদের আইনের আওতায় আনাকে অগ্রাধিকার দিয়েছেন ৬০.১৭ শতাংশ অংশগ্রহণকারী।