চট্টগ্রামে আরো অস্ত্র উদ্ধার

নিউজ নাইন ২৪ ডেস্ক:
চট্টগ্রামে র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া পাঁচ ছিনতাইকারীর কাছ থেকে আরো কিছু অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে একটি ওয়ান শ্যুটার গান, একটি এসবিবিএল, দুই রাউন্ড গুলি ও দুটি রামদা। গত বৃহস্পতিবার রাত ১টার দিকে মোহরা এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-৭ সূত্রে জানা যায়, নগরীর চান্দগাঁও থানার বানিয়াপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা পাঁচ ছিনতাইকারীর মধ্যে একজনের দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘গ্রেপ্তারকৃত ছিনতাইকারীদের মধ্যে মো. মোর্শেদ আলমকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে অস্ত্রগুলোর তথ্য দেয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে মোহরা এলাকা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। অস্ত্রগুলো হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।’
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে বানিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে র্যাব সদস্যরা অস্ত্রসহ পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেন। ছিনতাইকারীরা হলো মো. মোর্শেদ আলম, মো. জাবেদ, শামীম হোসেন, মো. জাহেদুল আলম ও মো. মামুন।