গাজীপুরে ভুয়া চিকিৎসককে দণ্ড

নিজের নামের সঙ্গে এমবিবিএস চিকিৎসকের নাম যোগ করে চিকিৎক হিসেবে কাজ করার অপরাধে গাজীপুরে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মিয়া জানান, আজহারুল ইসলাম (৩৫) নামে এসএসসি পাস এই যুবক সালনা রেলওয়ে ওভার ব্রিজের পাশে মেডিল্যাব ডায়াগনস্টিক সেন্টারে কাজ করছিলেন।
“জালিয়াতি প্রমাণিত হওয়ায় আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাকে এক লাখ টাকা জরিমানা করে, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। আজহারুল জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।