গাজীপুরে ফের পোশাক কারখানায় আগুন
সাভার: মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে ‘ম্যাট্রিক্স গামেন্টস’ নামের এক স্যুয়েটার কারখানার আট তলা ভবনে আগুন লাগে। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোরশেদুল ইসলাম জানান, সকালের দিকে সাইনবোর্ড এলাকায় ম্যাট্রেক্স নামে একটি সোয়েটার কারখানার অষ্টম তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে টঙ্গীর তিনটি এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এ দুর্ঘটনা একজন আহত হয়েছেন। ভেতরে কেউ আটকা পড়েছে কী না তা এখনো জানা যায়নি। তবে আগুন লাগার কারণ জানাতে পারেনি তারা।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি এই পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চারদিন পরে আবার সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।