কাশ্মীরীদের পাশে আছে পাকিস্তান: সেনাপ্রধান
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া ভারত অধিকৃত কাশ্মীরের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে বলেছে যে, ভারতীয় আধিপত্যবাদী মনোভাবের বিরুদ্ধে পাকিস্তান অতীতের মতো সবসময় কাশ্মীরের জনগণের পাশে থাকবে।
আইএসপিআরের ডিজি এক টুইটে বলেন, স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া বাণীতে সেনাপ্রধান বলেছেন, কাশ্মীর নিয়ে কোন আপোষ নেই।
অধিকৃত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে ভারতীয় সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে তিনি বলেন, ১৯৪৭ সালের একটি অবৈধ কাগজের টুকরা কাশ্মীরের বাস্তবতা পরিবর্তন করতে পারবে না। এখন বা আগামীতেও কোন নির্দেশ দিয়ে এটা করা যাবে না।
জেনারেল বাজওয়া বলেন, জম্মু-কাশ্মীরের মর্যাদা রক্ষার জন্য পাকিস্তান সেনাবাহিনী পুরোপুরি সচেতন এবং কাশ্মীরের জন্য জাতীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে কাজ করতে সে সদা প্রস্তুত থাকবে।
সেনা প্রধান বলেন, যত মূল্যই দিতে হোক না কেন প্রজাপীড়নের বিরুদ্ধে দৃঢ় থাকবে পাকিস্তান সেনাবাহিনী।