কবিরহাট সরকারি কলেজে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে আলোচনা সভা

ডেস্ক নিউজ:

“আমাদর ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি”। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস-২০২৫ উপলক্ষে নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজে শুক্রবার রাত বারোটা এক মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা আয়োজন করে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন কবিরহাট সরকারি কলেজে অধ্যক্ষ, প্রফেসর হাফেজ মুহাম্মদ মাহবুবুর রহমান ওসমানী। আরো উপস্থিত ছিলেন অত্র কলেজের সকল শিক্ষকবৃন্দ।এই আলোচনা সভায় বক্তব্য রাখে শিক্ষক-শিক্ষার্থী সহ ছাএশিবির ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। সর্বপরি অধ্যক্ষ প্রফেসর হাফেজ মুহাম্মদ মাহবুবুর রহমান ওসমানী সভাপতিত্ত্বে বিএনসিসি, রেডক্রিসেন্ট ও রোভার স্কাউটকে কৃতজ্ঞ জানিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করেন।

সুত্র: Naya Bangla 24. online