ঈদে মিলাদুন্নবীতে মহানবীর নামে আকিকা দেবেন ঢাবি শিক্ষার্থীরা
ঢাকা: আসন্ন পবিত্র ১২ই রবিউল আউওয়াল শরীফ ঈদে মিলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে আখেরী নবী হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র নামে আকিকা দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীগণ।
শনিবার (১৪ সেপ্টেম্বর) ঢাবি ক্যাম্পাসের মল চত্বরে তারা এই ঘোষণা দেন। আকিকার জন্য ২টি বিশাল আকৃতির গরুও কেনা হয়েছে, যা প্রদর্শণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় মল চত্বরে। গরু প্রদর্শনীর স্থানে টানানো ব্যনারে লেখা রয়েছে- আমাদের প্রিয় নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র নামে আকিকার জন্য পশু।
এছাড়া ১৫ সেপ্টেম্বর (১২ রবিউল আউওয়াল শরীফ রাতে) দাওয়াত-এ ইশক নামে হামদ , নাত, কাসিদার সামা মাহফিলেও আয়োজন করা হয়েছে বলে জানান শিক্ষার্থীগণ।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুহম্মদ মুহিউদ্দিন রাহাত বলেন, আগামীকাল বাদ মাগরিব শুরু হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। এ পবিত্র দিনে পৃথিবীতে আগমন করেছেন আমাদের প্রাণ প্রিয় মহানবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এ উপলক্ষে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের প্রিয় নবীর পবিত্র নামে আকিকা করবো।