ইসরায়েলকে সাহায্যকারী মেটা’র ফেসবুক-ইনস্টা ব্যবহার ও বিজ্ঞাপন বর্জনের আহ্বান

আজ পবিত্র জুমুয়ার পর ফিলিস্তিনের মুসলমানদের উপর ইতিহাসের নৃশংসতম গণহত্যা এবং গাজা, রাফাসহ পুরো ফিলিস্তিনে বর্বরোচিত নিষিদ্ধ বোমা হামলা চালিয়ে মুসলমানদের শহীদ করার প্রতিবাদে ঢাকা রাজারবাগ শরীফ থেকে মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতিমখানার শিক্ষার্থীদের সমন্বয়ে হাজারো মুসল্লিদের উপস্থিতিতে এক বিশাল প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সন্ত্রাসবাদী ইসরায়েলকে ইতিহাসের জঘন্যতম গণহত্যাকারী হিসেবে উল্লেখ করে বলা হয়, এই পরগাছা ইজরাইলকে বাঁচাতে ও ফিলিস্তিনের মুসলমানদের দমন করতে নিষিদ্ধ বোমা হামলা চালিয়ে যাচ্ছে বর্বর ইসরায়েল। এতে আমেরিকা ও জাতীসংঘ প্রত্যক্ষভাবে মদদ দিচ্ছে। এছাড়া সমস্ত অমুসলিম দেশগুলো একত্রিত হয়ে সাহায্য করছে পরগাছা ইসরায়েলকে। এদেরকে আন্তর্জাতিক আদালতে অতিসত্তর বিচারের মুখোমুখি করত হবে।
বাংলাদেশে ফেসবুক বন্ধের আহ্বান করে সমাবেশে বলা হয়, আপনারা সন্ত্রাসী ইসরায়েলের প্রত্যক্ষ মদদদাতা সামাজিক যোগাযোগ মাধ্যম মেটা’র সমস্ত যোগাযোগ মাধ্যম (ফেসবুক, ইনস্টাগ্রাম, ইত্যাদি) বয়কট করুন। আপনি যদি এসব কথিত সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপন দাতা নাও হন, আপনি যেন বিজ্ঞাপনের দর্শক না হন। কারণ আপনি আরেকজনের বিজ্ঞাপন দেখলেও তারা ব্যবসায়ীক দিক থেকে লাভবান হচ্ছে। আর এদেরকে লাভবান করার মানেই হচ্ছে আমাদের মুসলিম ভাইদের শহীদ করায় শরিক হওয়া। তাই এসব কথিত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা বন্ধ করুন। বিকল্প হিসেবে বাংলাদেশে নির্মিত উদীয়মান সামাজিক যোগাযোগ মাধ্যম ছিরাতুল মুস্তাক্বীম (SM40.com) ব্যবহার করুন।
সমাবেশে আরো বলা হয়, যুদ্ধের মূল চালিকাশক্তি অর্থ। সন্ত্রাসী ইসরায়েলের অর্থপ্রবাহের উৎস স্বরূপ সারা বিশ্বে ছড়িয়ে থাকা ব্যবসা বাণিজ্যগুলো বয়কট করতে হবে। এজন্য দেশবাসী সকলকে যার যার এলাকার ইসরায়েলী পন্য কোক, পেপসি, একুয়াফিনা পানি, কিনলে পানি, নেসলে, নেসক্যাফে কফি, কেএফসি ইত্যাদি বিক্রেতাদের দোকান, ডিলার, ডিপো ইত্যাদি উৎসগুলো বন্ধ করার আহ্বান জানান। এমনকি যারা ইসরায়েলী পন্য নিয়ে ব্যবসা করছে তাদেরকে সতর্ক করার পরেও ব্যবসা অব্যাহত রাখলে তাদেরকে সামাজিক ভাবে বয়কট করার আহ্বান জানানো হয়। এছাড়া ভারতীয় পন্য, আমেরিকান পন্যসহ ইসরায়েলকে সাহায্যকারী দেশগুলোর পন্য বর্জনের ডাক দেয়া হয় সমাবেশ থেকে। বিকল্প পন্য হিসেবে মুসলমানদেরকে দেশীয় পন্য ও সুন্নতী পন্য সামগ্রী গ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়।