ইসকনকে সন্ত্রাসী বলায় ভারতের বিশ্ববিদ্যালয়ে দুই বাংলাদেশি নিষিদ্ধ

ইসকনকে সন্ত্রাসী বলায় ভারতের বিশ্ববিদ্যালয়ে দুই বাংলাদেশি নিষিদ্ধ
ডেস্ক রিপোর্ট:
হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে সন্ত্রাসী হিসেবে অভিহিত করায় দুই বাংলাদেশি শিক্ষার্থীকে নিষিদ্ধ করেছে ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। এছাড়া অপর একজনকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা ভারতীয় নারীকে নিয়েও অশোভন মন্তব্য করেছে বলে অভিযোগ করেছে সেখানকার অন্যান্য শিক্ষার্থীরা।
আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা বলেছেন, মেহমুদ হাসান এবং সামিউল ইসলাম নামের দুজনকে নিষিদ্ধ করা হয়েছে। এরমধ্যে মেহমুদ বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী। অপরদিকে সামিউল এলএলবিতে ভর্তি হয়েছিলেন। বর্তমানে তারা দুজন বাংলাদেশেই আছেন। এই দুই শিক্ষার্থী এখানে আর ভর্তি হতে পারবেন না। আর মোহাম্মদ আরিফুর রহমান নামের অপর শিক্ষার্থী সেখানে (বিএ) অর্থনীতি নিয়ে অধ্যায়নরত এবং ভারতেই আছেন। তিনি এই কোর্সটি শেষ হওয়ার পর সেখানে আর পড়ালেখা করতে পারবেন না।
Follow us @Conflict_Watch_Bangla