ইউপি নির্বাচনের সহিংসতা একটি স্বাভাবিক ঘটনা : স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ নাইন২৪, ঢাকা: নির্বাচনী সহিংসতায় হত্যাকান্ডকে ‘স্বাভাবিক ঘটনা’ বলে মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ পর্যন্ত যা কিছু ঘটেছে, তা ব্যক্তিগত রেষারেষির কারণে ঘটেছে, রাজনৈতিক কারণে নয়।
রোববার বিকেলে রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে রাজধানীর ইস্কাটনের হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট হাসপাতালে আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কলাবাগানের জোড়া খুন নিয়ে তিনি আরও বলেন, সংবাদমাধ্যমে যেসব ছবি এসেছে তা নিয়ে গোয়েন্দা বিভাগ কাজ করছে। তা যাচাই-বাছাই করার পর বিষয়টি জানা যাবে, আসলে এ ঘটনা কারা ঘটিয়েছে।