১৫ কেজি স্বর্ণসহ গ্রেপ্তার লুৎফর কারাগারে

১৫ কেজি স্বর্ণসহ গ্রেপ্তার লুৎফর কারাগারে

নিজস্ব প্রতিবেদক: ১৫ কেজি স্বর্ণসহ গ্রেপ্তার লুৎফর রহমান নামে এক যাত্রীকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালদত। মঙ্গলবার (২২ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফ কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

এরআগে, আসামিকে রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই তাজউদ্দিন আহম্মেদ। আসামির পক্ষে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৭ ডিসেম্বর এই আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, চলতি বছরের ১৫ ডিসেম্বর রাত ১১টায় দুবাই থেকে এমিরেটসের ফ্লাইটে আসা লুৎফর রহমানের শরীরের বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় ১৩০টি স্বর্ণের বার পাওয়া যায়। এসব স্বর্ণের পরিমাণ প্রায় ১৫ কেজি। এর আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা। লুৎফর রহমানের বাড়ি ময়মনসিংহ জেলায়।