রপ্তানি আয়ে আবারও ধাক্কা

নিজস্ব প্রতিবেদক: সদ্য শেষ হওয়া অক্টোবর মাসে পণ্য রপ্তানি থেকে ৪৩৫ কোটি ৬৬ লাখ ২০ হাজার (৪ দশমিক ৩৫ বিলিয়ন) ডলার আয় করেছেন দেশের উদ্যোক্তারা। এ আয় গত বছরের অক্টোবর মাসের চেয়ে ৭ দশমিক ৮৫ শতাংশ কম। আর লক্ষ্যমাত্রার চেয়ে কম প্রায় ১৩ শতাংশ। গত বছরের অক্টোবরে রপ্তানি থেকে আয় হয়েছিল ৪৭২ কোটি ৭৫ লাখ ৩ হাজার ডলার।

এর আগে সেপ্টেম্বর মাসে রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছিল ৬ দশমিক ২৫ শতাংশ।

বুধবার (২ নভেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত তথ্য অনুযায়ী সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে রপ্তানি কমেছে।

রপ্তানিকারক ও অর্থনীতিবিদেরা বলছেন, ইউরোপে যুদ্ধের কারণে মূল্যস্ফীতি অস্বাভাবিক বেড়ে গেছে। এতে বাংলাদেশের প্রধান রপ্তানি বাজার ইউরোপ-আমেরিকার লোকজন পোশাক কেনা কমিয়ে দিয়েছেন। এর প্রভাবে রপ্তানি আয় কমছে। পাশাপাশি গ্যাস সংকটে শিল্প উৎপাদন ব্যাহত হওয়ায় এর প্রভাব পড়েছে রপ্তানিতে।

চলতি ২০২২-২৩ অর্থবছরের চতুর্থ মাস অক্টোবরে রপ্তানি আয়ের লক্ষ্য ধরা ছিল পাঁচ বিলিয়ন ডলার। আয় হয়েছে ৪ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।

অন্যদিকে, অর্থবছরের চার মাস (জুলাই-অক্টোবর) পর্যন্ত রপ্তানির লক্ষ্য ছিল ১৭ দশমিক ৪২ বিলিয়ন ডলার। রপ্তানি হয়েছে ১৬ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। লক্ষ্যমাত্রার চেয়েও কমেছে আয়।