মোদী সরকার ‘মধ্যরাতের বিভীষিকা’ : মমতা

আন্তর্জাতিক ডেস্ক : “রাজীব গান্ধী, নরসিমা রাও, অটলজির সরকার দেখেছি। এখনও দেখছি। মধ্যরাতের বিভীষিকা চলছে” এভাবেই ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে শাসকদল তৃণমূলের নেতা-কর্মীদের কাটমানি ফেরতের আন্দোলনের পাল্টা জবাব দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, কী বিল নিয়ে আসছে কেউ জানে না। মাঝ রাতে বিল আনা হচ্ছে। আর পাশ হচ্ছে সকালে। তৃণমূল নেত্রীর আরও অভিযোগ, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ধ্বংস করছে মোদী সরকার।

এর মাধ্যমে দিল্লির বিজেপি সরকারকে ব্ল্যাকমানি উদ্ধার করে ভারতে ফিরিয়ে আনার ডাক দিয়েছে সে।

রোববার কলকাতার ধর্মতলায় শহিদ দিবস উপলক্ষে মমতা বলেছে, সরকারি প্রকল্প যাতে প্রত্যেকের কাছে সুষ্ঠুভাবে পৌঁছায়, সেজন্য মহৎ উদ্দেশ্য নিয়েই তার উপর নজরদারির কথা বলা হয়েছিল। কিন্তু, রাজনৈতিক স্বার্থপূরণ করতে বিজেপি কাটমানি ফেরতের দাবি তুলেছে।

কাটমানির পাল্টা জবাব হিসেবে বিজেপির বিরুদ্ধে ব্ল্যাকমানি ফেরতের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে মমতা।

মমতার অভিযোগ, গত লোকসভা নির্বাচনে হিসাব বহির্ভূত রুপি খরচ করেছে বিজেপি। বিদেশ থেকেও আর্থিক সাহায্য পেয়েছে তারা। সেই হিসাব দেওয়ার দাবি করে সে।

তৃণমূল নেত্রী এদিন স্পষ্ট ঘোষণা দেয়, ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) বাতিল করে ব্যালট ফিরিয়ে আনতে পথ দেখাবে পশ্চিমবঙ্গ।

মমতা আরো বলে, আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপের অন্যান্য দেশগুলিতে কেন ব্যালটে ভোট হয়? আমরাও ব্যালট ফিরিয়ে আনবো। নিজেদের স্থানীয় প্রশাসনের ভোটে ইভিএম ব্যবহার করবো না, ব্যালট ফিরিয়ে আনবো। আমরাই দেশকে পথ দেখাব।