চ্যালেঞ্জ মোকাবিলা করে পোশাক খাত বর্তমান অবস্থায় এসেছে: বাণিজ্যমন্ত্রী

চ্যালেঞ্জ মোকাবিলা করে পোশাক খাত বর্তমান অবস্থায় এসেছে: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বেরিয়ে যাওয়ার পর বিশ্ববাণিজ্যের চ্যালেঞ্জ সম্মিলিতভাবে মোকাবিলা করার আহ্বান করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাক খাত অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে বর্তমান অবস্থায় এসেছে। এখনও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা হচ্ছে।’ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ঢাকায় একটি হোটেলে আয়োজিত ‘বৈশ্বিক বাণিজ্যিক পরিবর্তিত পরিস্থিতি: আমাদের পোশাক খাত কতটুকু প্রস্তুত’ শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তৈরি পোশাক খাতে দেশের প্রায় ৪৫ লাখ শ্রমিক কাজ করছেন। এখনও অনেক দক্ষ জনবল বিদেশ থেকে এনে কাজ করাতে হচ্ছে। এতে অনেক বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে। আমাদের দক্ষ জনবল বাড়াতে হবে। এ জন্য দেশের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও দক্ষতার সঙ্গে কাজ করতে হবে।’