৪ বছরের শিশুকে সম্ভ্রমহরণ করেছিলো মার্কিন মেয়র

ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও’র সাবেক মেয়র রিচার্ড কেনানের বিরুদ্ধে এক শিশুকে সম্ভ্রমহরণ এর অভিযোগ উঠেছে। ২০১৩ সালের ওই ঘটনা আদালতের মাধ্যমে গোপনে নিষ্পত্তি করে কেনান। কিন্তু আদালতের রেকর্ড বুক থেকে এ ঘটনা ফের সামনে এসেছে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আদালতের নথি থেকে ওই ঘটনার বিশদ বর্ণনা দেয়া হয়েছে। আদালতের রেকর্ডে দেখা গেছে, ওই শিশুকে সম্ভ্রমহরণ এর কথা স্বীকার করেছে ৬৫ বছর বয়সী কেনান। তবে সে আদালতকে জানিয়েছে, সে জোর করে কিছু করেনি। ওই শিশু স্বেচ্ছায় তার সঙ্গে মিলিত হয়েছিল।

২০১৩ সালে যখন রিচার্ড কেনান ওই শিশুকে সম্ভ্রমহরণ করে। তখন তার বয়স ছিল মাত্র চার বছর। এতো ছোট্ট শিশু কীভাবে অনৈতিক কাজে স্বেচ্ছায় সাড়া দিলো? আদালতও সম্ভ্রমহরণ এর স্বীকারোক্তি পাওয়ার পর কেন তাকে মুক্তি দিলেন, তা নিয়েই যতো আলোচনা।