ভারতে বাড়ছে বেকারত্বের সংখ্যা, রাজ্যসভায় স্বীকারোক্তি

ডেস্ক: দেশের উন্নয়নের স্বার্থেই নোট বাতিল-সহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এমনটাই দাবি নরেন্দ্র মোদির সরকারের। কিন্তু দেশে যে বেকারত্বের সংখ্যা বাড়ছে সেটা কার্যত এবার স্বীকারই করে নিল কেন্দ্রীয় সরকার। পিছিয়ে পড়া জাতিদের মধ্যেই বেকারত্বের সংখ্যা যে আরও বেশি সেটাও রাজ্যসভায় মেনে নেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফে।
রাজ্যসভায় এদিন কেন্দ্রীয় পরিকল্পনা রূপায়ন মন্ত্রী ইন্দরজিৎ সিং বিরোধীদের প্রশ্নবাণে স্বীকারই করে নেয় যে দেশে বেকারত্বের সংখ্যা ক্রমেই বাড়ছে। আর সেটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে পিছিয়ে পড়া অনগ্রসর (ওবিসি) জাতির মধ্যেই। সবমিলিয়ে দেশে বেকারত্বের সংখ্যা ৫ শতাংশ। সেখানে শুধুমাত্র ওবিসিদের মধ্যেই ৫.২ শতাংশ বেকারত্বের পরিমাণ সমীক্ষার রিপোর্টে পাওয়া গিয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী।
দেশে বেকারত্বের সংখ্যা বাড়ছে, রাজ্যসভায় স্বীকারোক্তি কেন্দ্রের ২০১৩ সালে দেশে বেকারত্বের পরিমাণ ছিল ৪.৯ শতাংশ। ২০১২ সালে ৪.৭ এবং ২০১১ সালে এর পরিমাণ ছিল ৩.৮ শতাংশ। ফলে দেখা যাচ্ছে যতো দিন এগোচ্ছে দেশে বেকারত্বের সংখ্যাও ততোই বাড়ছে।