পরকালে ঐ ব্যক্তির সবচেয়ে কঠিন শাস্তি হবে, যে ছবি তোলে বা আঁকে

আল্লামা সিরাজুদ্দীন: “ফক্বীহুল উম্মত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে ইরশাদ মুবারক করতে শুনেছি, তিনি ইরশাদ মুবারক করেছেন, মহান আল্লাহ পাক তিনি ঐ ব্যক্তিকে কঠিন শাস্তি দিবেন, যে ব্যক্তি প্রাণীর ছবি তোলো বা আঁকে।” (মিশকাত শরীফ)
রঈসুল মুফাসসিরীন হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে ইরশাদ মুবারক করতে শুনেছি যে, প্রাণীর ছবি তোলানেওয়ালা আঁকনেওয়ালা প্রত্যেক ব্যক্তিই জাহান্নামে যাবে।
শুধু তাই নয়, যে ছবিগুলো তোলা হয়েছে কিংবা আঁকা হয়েছে সেগুলোকে প্রাণ দেয়া হবে এবং সেগুলো তাদেরকে জাহান্নামে শাস্তি দিবে। অর্থাৎ যারা ছবি তুলেছে বা এঁকেছে এবং যাদের ছবি তোলা হয়েছে তাদেরকে জাহান্নামে শাস্তি প্রদান করবে।” নাউযুবিল্লাহ!
অতএব, প্রত্যেক মুসলমানের জন্য ফরয হচ্ছে- ছবি তোলা, আঁকা রাখা পরিহার করা। অন্যথায় জাহান্নামে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। নাউযুবিল্লাহ!