প্রধানমন্ত্রীকে সুইডেনের প্রধানমন্ত্রীর ফোন
ঢাকা: সুইডেনের প্রধানমন্ত্রী কেজেল স্টেফান লফভেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে ২০১৭-১৮ সালের মেয়াদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে সুইডেনের প্রার্থীকে নির্বাচনে বাংলাদেশের সমর্থন কামনা করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, রবিবার সন্ধ্যায় শেখ হাসিনার সঙ্গে ফোনে আলাপকালে সুইডেনের প্রধানমন্ত্রী এ অনুরোধ করেন।
প্রেস সচিব বলেন, ১০ মিনিটের টেলিফোন আলাপকালে উভয় প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামী ৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় গ্লোবাল ফোরাম ফর মাইগ্রেশন এ্যান্ড ডেভেলপমেন্টে যোগদানের জন্য কেজেল স্টেফান লফভেনকে আমন্ত্রণ জানান।
ইহসানুল করিম জানান, উভয় প্রধানমন্ত্রী আগামি ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে বিপুল শরণার্থী ও অভিবাসী বিষয়ে জাতিসংঘের একটি উচ্চপর্যায়ের সম্মেলনে যৌথ সভাপতিত্ব করার বিষয়েও একমত হন।