সৌদির বীচে নারীদের সংক্ষিপ্ত পোষাকে ছাড়পত্র!

দেশে খোলামেলা পরিবেশ তৈরি করতে চায় ওহাবী মতাদর্শী ভাবী যুবরাজ বিন সলমন। তার ঘোষণা, উত্তর পশ্চিমের উপকূলে বিলাসবহুল রিসর্ট বানাবে। আর সেই উপকূলে মহিলারা ‘ইচ্ছামত পোশাকে’ ঘুরে বেড়াতে পারবে।
দেশের অন্য অংশে মহিলাদের জন্য যে ধর্মীয় পোশাকবিধি চালু রয়েছে তা শিথিল করা হবে আধাস্বায়ত্বশাসিত এই এলাকায়। সেই লক্ষ্যেই ‘রেড সি প্রকল্প’ হাতে নিয়েছে সৌদির থ্রোন প্রিন্স।
সংযুক্ত আরব আমিরশাহীর শহর দুবাইতে আগেই নারীদের সংক্ষিপ্ত পোষাক আইনসিদ্ধ হয়েছে। সৌদি আরবেও পর্যটন ব্যবসার অগ্রগতি চাইছে সালমান। পশ্চিম এশিয়ার আন্তর্জাতিক পর্যটন হাব হিসেবে গড়ে তুলতে চাইছে সৌদি আরবকে। তার মতে, সে কাজ সম্পন্ন হলে তেলের ওপর নির্ভর নির্ভরশীলতা অনেকটাই কমবে।