রাবিশ বাজেট: যুব ইউনিয়ন

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেটকে ‘রাবিশ বাজেট’ বলে আখ্যায়িত করেছে সিপিবি’র যুব সংগঠন যুব ইউনিয়ন।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বাজেট বাতিল ও গণমানুষের বাজেট ঘোষণার দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে যুব ইউনিয়নের নেতারা এ মন্তব্য করেন।

তারা বলেন, জাতীয় সংসদে যে বাজেট ঘোষণা করেছে সে “রাবিশ বাজেটকে” আমরা প্রত্যাখ্যান করছি।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে গণবিরোধী বাজেট বাতিল করে যুবকদের কর্মসংস্থানের সুযোগ রেখে গণমানুষের জন্য যুববান্ধব বাজেট ঘোষণা করতে হবে। এ বাজেটে ধনিক শ্রেণির স্বার্থ রক্ষা হবে, বিদেশি প্রভুদের স্বার্থ রক্ষা হবে। বাস্তব অর্থে সাধারণ মানুষের সমানে উন্নয়নের মূলা ঝুলানো হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজ আদনান রিয়াদ। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ, ঢাকা মহানগরের সভাপতি রিয়াজউদ্দিন প্রমুখ।