কসোভোর সাবেক প্রধানমন্ত্রী গ্রেফতার

ডেস্ক: যুদ্ধাপরাধের দায়ে সার্বিয়ার জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে কসোভোর সাবেক প্রধানমন্ত্রী রামোস হ্যারাডিনাজকে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ।
বিবিসি বলছে, ১৯৯৮-১৯৯৯ সময়পর্বে কসোভোয় সংঘাতের সময় রামোস হ্যারাডিনাজ বিদ্রোহীদের নেতা ছিলো। এই সংঘাতের ধারাবাহিকতায় পরবর্তী সময়ে কসোভো স্বাধীনতা ঘোষণা করে।

জাতিসংঘে সে দুইবার যুদ্ধাপরাধের অভিযোগ মোকাবিলা করে। কিন্তু দুইবারই তাকে দায় থেকে মুক্তি দেয়া হয়।
কসোভোর পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, এই গ্রেফতার অগ্রহণযোগ্য। তারা তার মুক্তি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
রামোস হ্যারাডিনাজ বর্তমানে কসোভোয় একজন বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্বপালন করছে। তাকে পূর্ব ফ্রান্সের বাসেল মুলহাউজ ফ্রেইবুর্গ বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, সার্বিয়ার একটি গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
২০১৫ সালে স্লোভেনিয়ার পুলিশও তাকে গ্রেফতার করেছিল। কিন্তু দ্রুতই তাকে মুক্তি দেয়া হয়।
১৯৯০ এর দশকে রামোস হ্যারাডিনাজ কসোভো লিবারেশন আর্মির কমান্ডার ছিলো। সার্বিয়ার অভিযোগ সে আদিবাসী সার্বদের বিরুদ্ধে নির্যাতন ও হত্যার উস্কানি দিয়েছিলো।
তবে এসব অভিযোগ সে বরাবরই অস্বীকার করে আসছে। অভিযোগ মোকাবিলার জন্য প্রধানমন্ত্রী হিসেবে মাত্র ১০ দিন দায়িত্বপালনের পর তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়ায়।
তার বিরুদ্ধে ২০১২ সালে সর্বশেষ বিচারে বলা হয়েছে, অভিযোগের স্বপক্ষে কোনো প্রমাণ নেই।
সার্বিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে ২০০৮ সালে স্বাধীনতা ঘোষণা করে কসোভো। কিন্তু সার্বিয়া এতে স্বীকৃতি দেয়নি।