আইএস সন্ত্রাসী ‘জাহান্নামের কুকুর’
ডেস্ক: ইসলামিক স্টেটের জঙ্গিদের ‘জাহান্নামের কুকুর’ বলে মন্তব্য করলেন ভারতের খ্যাতনামা ইসলামী রাজনীতিক ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি।
আইএসের কথিত খলিফা আবুবকর আল বাগদাদিকে মুসলমানরা হাতে পেলে খণ্ড খণ্ড করে ফেলবে বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার হায়দ্রাবাদে এক বিশাল জনসভায় মজলিশ ই ইত্তেহাদুল মুসলেমিন বা ‘মিম’ প্রধান ওয়াইসি বলেন, ‘আইএস ইসলাম বিরোধী শক্তির উপকরণ। নবীজির মসজিদের সামনে ইসলামের শত্রু আইএস হামলা করেছে। এরা ইসলামকে ধ্বংস করার কাজ করছে। এদের যোদ্ধারা জাহান্নামের কুকুর।’
তিনি বাগদাদিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আবুবকর যে দিন তুমি সাচ্চা মুসলমানের সামনে পড়বে সেদিন তোমার শরীরকে এক নয়, একশ’ টুকরো করবে। তুমি মুসলমানদের এত বড় যন্ত্রণা দিয়েছ যে, তোমাকে জীবিত পাকড়াও করা গেলে, তোমার হাঁড়গোড়ও খুঁজে পাওয়া যাবে না।’
তিনি মুসলিমদের অস্ত্র হাতে না তুলে নেয়ার জন্য বলেন।
তিনি বলেন, ‘ইসলামের জন্য মৃত্যু নয়, ইসলামের জন্য বাঁচো, মানবতার জন্য বাঁচো। এই দেশ তোমাদের, এর সঙ্গে তোমরা থাকো। জিহাদ করতে হাতিয়ার হাতে নিও না। লোকেদের দারিদ্রতা দূর করো, গরীব মেয়েদের বিয়ে দাও এটা জিহাদ।’
ওয়াইসি বলেন, ‘আইএস ইসলামের জন্য কিছু করছে না। এরা সন্ত্রাসী হামলার মাধ্যমে ইসলামের শিকড়কে উপড়ে ফেলতে চাচ্ছে।’
ওয়াইসি বলেন, ‘রমজান মাসে বাগদাদ, ইস্তাম্বুল, ঢাকাসহ বিশ্বের বিভিন্ন অংশে মুসলিম-অমুসলিম মিলিয়ে ৩০০ নিরপরাধ মানুষকে হত্যা করেছে আইএস। এরা ইসলামকে ধ্বংস করতে চাচ্ছে। এরা মদীনায় নবীজির মসজিদকেও রেহাই দেয়নি!’
মুসলিম যুবকদের উদ্দেশ্যে ওয়াইসি বলেন, ‘মরো না, ইসলামের জন্য বাঁচো। লেখাপড়া জানা যুবকদের এগিয়ে আসতে হবে। ভারতের জন্য আজ তোমাদের খুব প্রয়োজন। এ দেশের কুতুব মিনার তোমাদের, তাজমহলের সৌন্দর্য তোমাদের। সমগ্র ভারত, গোটা বিশ্ব তোমাদের। এরা কারা? যারা আত্মঘাতী বোমারু বানাচ্ছে! নিরপরাধ মানুষদের হত্যা করছে-ইসলাম এসব শেখায়নি।’
প্রসঙ্গত, এরআগে আইএসে বিরুদ্ধে বিবৃতি দেয়ায় আসাদউদ্দিন ওয়াইসিকে ওই সন্ত্রাসী সংগঠনের পক্ষ থেকে হুমকি দেয়া হয়েছিল।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, এএনআই, জিনিউজ