রাজশাহী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত
রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আবুল কালাম আজাদ (৪৫) নামের এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোদাগাড়ী থানার ওসি এসএম আবু ফরহাদ খান এ তথ্য জানান। নিহত আবুল কালাম আজাদ সীমান্তবর্তী আশাড়িয়াদহ ইউনিয়নের কানাপাড়া এলাকার অধিবাসী।
ওসি এসএম আবু ফরহাদ খান জানান, নিহত আবুল কালাম সীমান্ত পেরিয়ে গরু আনা-নেয়া করতেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে অন্যদের সঙ্গে সীমান্তে গরু আনতে যান তিনি। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে অন্যরা পালিয়ে যায়। তবে আবুল কালাম আজাদ গুলিবিদ্ধ হন। পরে স্বজনরা গিয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রাজশাহী মেডিকেল পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এনামুল হক জানান, মাথায় গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।