বাংলাদেশে মাতবরি করতে চায় বিদেশিরা : খাদ্যমন্ত্রী

ঢাকা: খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিদেশি রাষ্ট্রগুলো জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশে প্রবেশ করে মাতবরি করতে চায়। কিন্তু ফ্রান্স, ইরাক, সিরিয়া, আফগানিস্তানসহ পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে যখন হামলা হয় তাদের মুখ থেকে কোনো কথা বের হয় না। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘আমি বিদেশিদের স্পষ্ট করে বলতে চাই আমাদের দেশে কোনো আইএস নেই।

সন্ত্রাসী হিসেবে যাদের পুলিশ আটক করেছে তারা আগে জামাত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিল।’ কামরুল বলেন, ‘দীর্ঘদিন প্রশাসন স্বাধীনতা বিরোধীদের দখলে ছিল। আমাদের সাত বছরের ক্ষমতায় এদের হটিয়ে দেয়া সম্ভব নয়। সরকার দৃঢ় প্রতিজ্ঞ যে, যারা এখনো ঘাপটি মেরে প্রশাসনের ভেতরে বসে আছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে।’

দেশের চলমান হামলায় জামাত প্রত্যক্ষভাবে জড়িত দাবি করে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘সম্প্রতি বাংলাদেশে যে হামলা হয়েছে এটি আইএস বা তালেবানি হামলা নয়, জামায়াত-শিবির প্রত্যক্ষভাবে এই হামলা করেছে, আর তাদের সহযোগিতা করছে বিএনপি।’ বাংলাদেশ কোনো বিদেশি রাষ্ট্রের প্রেসক্রিপশনে চলবে না, তাই তাদের প্রেসক্রিপশনে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেন তিনি।