স্বল্পোন্নত দেশের সারি থেকে বেরিয়ে আসছে বাংলাদেশ

ঢাকা: জাতিসংঘের দৃষ্টিতে আগামী বছরে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের সারিতে আসবে বাংলাদেশ। যদিও বাস্তবতার নীরিখে বাংলাদেশ বহু আগেই উন্নত দেশে পরিণত হয়েছে।

তবে জাতিসংঘের নিয়ম অনুসারে উন্নয়নশীল দেশের ক্যাটাগরিতে আসতে তিনটি সূচক অর্জন করতে হয়। তাদের দৃষ্টিতে প্রয়োজনীয় তিনটি সূচকের মধ্যে বাংলাদেশ দু’টি সূচক অর্জন করেছে। এর মধ্যে রয়েছে- মানব উন্নয়ন ও অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক। ২০১৮ সালের মধ্যেই বাকি থাকা মাথাপিছু আয়ের সূচকও অর্জন করবে বলে জানিয়েছে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)।

জিইডি আরো জানিয়েছে, উন্নয়নশীল দেশের সারিতে যেতে জাতিসংঘের নিয়ম অনুসারে মাথাপিছু আয়, মানব উন্নয়ন ও অর্থনৈতিক ভঙ্গুরতা-এ তিনটি সূচকের কমপক্ষে দু’টিতে নির্ধারিত লক্ষ্য অর্জন করতে হয়, যা ইতোমধ্যেই অর্জন করেছে বাংলাদেশ। আগামী বছরের মধ্যেই প্রয়োজনীয় বাকি লক্ষ্যটিও প্রাথমিকভাবে অর্জন করতে পারবে।

বর্তমানে এলডিসি (স্বল্পোন্নত) দেশের তালিকায় রয়েছে ৪৫টি দেশ। এ তালিকা থেকে থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশ নতুন করে আসবে বলে জিইডি’র দাবি। উন্নয়নশীল দেশের তালিকায় রয়েছে ৫৬টি দেশ।

জিইডি সূত্র জানায়, মোট দেশজ আয়ের (জিএনআই) ভিত্তিতে মাথাপিছু আয় কমপক্ষে ১ হাজার ১৯০ ডলার হতে হয়। আগামী বছরেই এ লক্ষ্যমাত্রা পার হয়েও জিএনআই হবে ১ হাজার ২৪২ ডলার। অন্যদিকে মানবসম্পদ সূচক (এইচএআই) ৬৬ ও অর্থনৈতিক সংকট সূচক (ইভিআই) ৩২ ছাড়াবে।

আগামী ২১ মার্চ যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সদর দফতরে এলডিসি নিয়ে সভা শুরু হবে। ওই সভায় বাংলাদেশের এই পুরনো অর্জন নতুন করে বিশ্ব দরবারে তুলে ধরা হবে। সভায় বাংলাদেশ থেকে অংশ নেবেন জিইডি’র সদস্য ড. শামসুল আলম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ভারপ্রাপ্ত সচিব কাজী শফিকুল আযম, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক আমীর হোসেন ও ডেপুটি মহাপরিচালক তোফায়েল আহমেদ।

জিইডি’র সদস্য ড. শামসুল আলম বলেন, ‘উন্নয়নশীল দেশে পৌঁছাতে জাতিসংঘের মোট শর্ত তিনটি। এর মধ্যে দু’টি পূরণ করেছি। সাধারণত দু’টি শর্ত পূরণ হলেই সভায় অংশ নেয়া যায়। তবে আশা করছি, ২০১৮ সালের মধ্যেই তিনটি শর্তই পূরণ করতে সক্ষম হবো। ইতোমধ্যেই মানব উন্নয়ন ও অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে আমরা জাতিসংঘের দেয়া শর্ত পূরণ করেছি। জাতিসংঘ যেভাবে চায়, সেভাবেই মাথাপিছু আয়ও অর্জন করবো’।