কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৩

কুমিল্লা: ঈদযাত্রার সড়কে কুমিল্লার আলেখাঁর চরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছে আরও ছয়জন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান।

আজ বুধবার সকাল সোয়া সাতটার দিকে ঢাকা‍-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, আলেখারচর এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকামুখী হানিফ পরিবহনের একটি বাস উল্টে রাস্তার পাশে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুজন নিহত হন। তাঁদের লাশ দুটি ময়নামতি হাইওয়ে থানায় রাখা হয়েছে। পরে একজন মারা যান।

নিহত তিনজনের মধ্যে একজন দুর্ঘটনায় পড়া হানিফ পরিবহনের সুপারভাইজর সোহাগ। তার বয়স ৩০-৩৫ বছর হতে পারে। অন্যদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

ওসি মাহবুবুর বলেন, চট্টগ্রাম থেকে ঢাকামুখী হানিফ পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চলছিল।

“আলেখাঁর চর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি টং দোকান চাপা দিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন মারা যায়।”

আহত টং দোকানিসহ ছয়জনকে কুমিল্লা শহরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

সরজমিনে দেখা গেছে, বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। ময়নামতি হাইওয়ে থানার এসআই আবু হানিফসহ পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধারকাজ চালান।