বাংলাদেশ ব্যাংকে আগুন লাগার ঘটনা স্বাভাবিক: মুহিত

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের ভবনে আগুন লাগার ঘটনা স্বাভাবিক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ শিশু একাডেমিতে একটি অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

কোনো নাশকতার কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে কি না সাংবাদিকরা এমন প্রশ্ন করলে অর্থমন্ত্রী বলেন, আগুন লাগার ঘটনা স্বাভাবিক। বিভিন্ন কারণেই এটি ঘটতে পারে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি গঠনের দরকার নেই বলেও মন্তব্য করেন তিনি।