‘গণবিরোধী’ বাজেট প্রত্যাখ্যান বিএনপির

ঢাকা : জাতীয় সংসদে উত্থাপিত ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘গণবিরোধী, আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি।
প্রস্তাবিত বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের পক্ষ থেকে বাজেট প্রত্যাখ্যানের ঘোষণা দেন।

তবে প্রস্তাবিত বাজেট পর্যালোচনা করে দল থেকে পরে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়া হবে বলে জানান তিনি।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় মেয়াদের তৃতীয় বাজেটকে (২০১৬-১৭ অর্থবছর) ‘লুটপাটের বাজেট’ আখ্যা দিয়ে বিএনপি বলছে, ‘এই বাজেট জনগণেকে চুষে খাবে।’ এতো বড় বাজেট ‘বাস্তবায়ন সম্ভব নয়’ জানিয়ে দলটির নেতারা বলছেন, এই বাজেটে দুর্নীতির দুয়ার আরো উন্মুক্ত করা হলো। এর মাধ্যমে মেগা প্রকল্পে মেগা লুটপাট হবে।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ২০১৬-১৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় এই ধরনের মন্তব্য করেন বিএনপি নেতারা।
প্রবৃদ্ধি অব্যাহত রাখা, উন্নয়ন ও সমতাভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নিয়ে আগামী অর্থবছরে জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা ব্যয়ের বাজেট উপাস্থাপন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেথ হাসিনার সরকারের দ্বিতীয় মেয়াদের তৃতীয় এই বাজেটের আকার বিদায়ী অর্থবছরের মূল বাজেটের চেয়ে সাড়ে ১৫ শতাংশ এবং সংশোধিত বাজেটের চেয়ে ২৯ শতাংশ বেশি।

বাজেটের সমালোচনা করে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘বাজেটে যে পরিমান রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটি মানুষের ভীতির কারন হয়ে দাড়াবে। যেভাবে ডাইরেক্ট-ইনডাইরেক্ট ভ্যাট আরোপ করা হবে, তাতে মানুষের ওপর এটা মারাত্মক বোঝা হয়ে দাড়াবে।’

প্রস্তাবিত বাজেট গণমুখী বাজেট নয় মন্তব্য করে তিনি বলেন, মানুষ এই বাজেটের বোঝা বইতে পারবেনা।