যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে বন্দুক হামলায় নিহত ৫০, বলির পাঠা মুসলিম তরুণ
ডেস্ক: যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো শহরে ‘পালস’ নামক সমকামীদের নাইটক্লাবে এক বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০-এ উঠেছে। শহরের মেয়র এই সংখ্যা নিশ্চিত করে বলেছেন আহতের সংখ্যা অন্তত ৫৩। আর এ হামলার পর তাৎক্ষণিক সন্দেহ চাপিয়ে দেয়া হয়েছে এক মুসলিম
আক্রমণের পরপরই বন্দুকধারী পরিচয় সম্পর্কে বিবিসি এবং আমেরিকান সংবাদ চ্যানেলগুলো যে তড়িৎ তথ্য প্রকাশ করেছে তাতে নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে জনমনে। বিবিসি ও আমেরিকার অন্যান্য গণমাধ্যমগুলো দাবি করছে, এই বন্দুকধারীর নাম ওমর মতিন এবং তার বয়েস ২৯।
তার নাম এর আগে কোন সন্দেহভাজন সন্ত্রাসীর তালিকায় ছিল না, তবে অন্য একটি অপরাধমূলক ঘটনার জন্য তার বিরুদ্ধে তদন্ত চলছিল – যেটির সাথে নাইটক্লাবে আক্রমণের ঘটনার কোন সম্পর্ক নেই।
সিবিএস নিউজ জানাচ্ছে, তার বাড়ি ফ্লোরিডার পোর্ট সেন্ট লুসিতে। সে একজন মার্কিন নাগরিক, এবং তার বাবা-মা আফগান। পুলিশ অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে তাকে সনাক্ত করে নি।
তবে এফবিআইয়ের একজন কর্মকর্তা রোনাল্ড হপার বলছেন, “আমরা আভাস পাচ্ছি যে লোকটির উগ্রপন্থী ইসলামী আদর্শের দিকে ঝোঁক ছিল, যদিও তা এখনো নিশ্চিত করা যায় নি।”
মনে করা হচ্ছে, আক্রমণকারী একাই ছিল এবং সে এই এলাকার স্থানীয় কোন বাসিন্দা নন।