মোতায়েনের মতো ৬টি বি-১ বোমারু আছে আমেরিকার

There are only 3 TB-8 bombers in America

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সামরিক বাহিনীর হাতে মোতায়েন করার মতো মাত্র ছয়টি বি-১ বোমারু বিমান রয়েছে। মার্কিন সামরিক বাহিনীর স্ট্র্যাটেজিক কমান্ডের এয়ার ফোর্স জেনারেল জন হাইটেন এ তথ্য জানিয়েছেন।

মার্কিন সিনেটের আর্মড ফোর্সেস কমিটির শুনানিতে জেনারেল হাইটেন বলে, “আমাদের হাতে এই মুহূর্তে ব্যবহারোপযোগী ছয়টি বি-১ বোমারু বিমান রয়েছে; এগুলোই আমাদের বিমান বাহিনীর একমাত্র কার্যক্ষম বিমান।” এ শুনানির মাধ্যমে জেনারেল হাইটেন মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের ভাইস চেয়ারম্যান হওয়ার কথা।

জেনারেল হাইটেনের বরাত দিয়ে মিলিটারি ডট কম এ খবর দিয়েছে।সে জানায়, ১৫টি বোমারু বিমান ডিপোতে রয়েছে। বাকি ৪৪টি বিমানের মধ্যে ৩৯টি বোমারু বিমানকে নানা পরীক্ষা নিরীক্ষার জন্য দুটি ঘাঁটিতে রাখা হয়েছে।

এর আগে, গত বুধবার মার্কিন এয়ার ফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ডের কর্মকর্তারা বলেছে, তাদের হাতে মাত্র সাতটি পূর্ণ সক্ষমতার বোমারু বিমান রয়েছে। চলতি বছরের প্রথম দিকে মার্কিন এয়ার ফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ডের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা টিম রে বলেছিল, গত এক দশক ধরে মধ্যপ্রাচ্যে এ বিমানকে এত বেশি ব্যবহার করা হয়েছে যে প্রত্যাশিত সময়ের আগেই তা অকার্যকর হওয়ার অবস্থায় পৌঁছেছে।