রফিকুল নালিতাবাড়ী উপজেলার কালাকুমা গ্রামের আব্দুর রহিমের ছেলে।
থানার ওসি জানান, রফিকুল সোমবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে ভারতের ডালু থানার পুলিশ বারাঙ্গাপাড়া থেকে তার লাশ উদ্ধার করে। তবে কিভাবে তার মৃত্যু হল সে বিষয়ে কিছু জানা যায়নি।
বৃহস্পতিবার নাকুগাঁও স্থল বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে লাশ আনা হবে বলে ওসি জানান।
স্থানীয় অনেকে তাদের অভিজ্ঞতা থেকে জানান, ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ তাকে অপহরণ করে নির্যাতন করে সেই গ্রামে ফেলে রেখেছে। তারা জানান, এর আগেও বিএসএফ ধরে ধরে লোক নিয়ে যেতো। কখনো অচেতন অবস্থায়, কখনো লাশ হয়ে ফেরত আসতো অপহৃত।