‘ব্রেক্সিটের ফলে যুক্তরাজ্যের লোকসান ছাড়া লাভ হবে না’

ডেস্ক: গোপন এক সরকারি রিপোর্টের এই ভবিষ্যদ্বাণী অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ-র সঙ্গে যে বাণিজ্য চুক্তিই করা হোক না কেন, তা থেকে ব্রিটেনের অর্থনীতির হানি ঘটবে। স্বভাবতই পুরো রিপোর্টটি প্রকাশ করার দাবি উঠেছে।

গোপন এ রিপোর্টটি প্রস্তুত করা হয়েছিল ব্রিটিশ সরকারের ব্যবহারের জন্য, কিন্তু গত সোমবার তা ফাঁস হয়ে যায়৷ বাজফিড নিউজের খবর অনুযায়ী রিপোর্টে ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে, ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার ফলে যাবতীয় ব্রিটিশ শিল্প ক্ষতিগ্রস্ত হবে৷

এ খবর ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে-র সরকারের পক্ষে আরো একটি বিড়ম্বনা হয়ে উঠেছে, কেননা মে সরকার এর আগেই অন্যান্য ইইউ নেতাদের কাছ থেকে সমালোচনা শুনেছে যে, লন্ডনের কোনো সঙ্গতিপূর্ণ ব্রেক্সিট নীতি নেই।

বাজফিড নিউজের খবর অনুযায়ী রিপোর্টে বলা হয়:
– ২০১৮ সালের জানুয়ারি মাসের ‘ইইউ এক্সিট অ্যানালিসিস ক্রস হোয়াইটহল ব্রিফিং’ শীর্ষক রিপোর্টটিতে তিনটি সম্ভাব্য ব্রেক্সিট সিনারিও-র দিকে নজর দেওয়া হয়েছে;
– প্রোজেকশনে দেখা যাচ্ছে যে, ব্রিটেন যদি ব্রাসেলসের সঙ্গে একটি ভবিষ্যৎ বাণিজ্য চুক্তি সম্পাদন করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্রেক্সিট পরবর্তী ১৫ বছরে আট শতাংশ অবধি কমে যেতে পারে;
– সবচেয়ে ভালো সিনারিও-র ক্ষেত্রে, অর্থাৎ ব্রিটেন যদি ইইউ-এর সদস্য না হয়েও ব্লকের সিঙ্গল মার্কেটে থাকতে পারে, সে পরিস্থিতিতেও অর্থনৈতিক প্রবৃদ্ধি দুই শতাংশ কমবে;
– যুক্তরাজ্য যদি ইইউ-এর সঙ্গে একটি সমন্বিত বাণিজ্য চুক্তি সম্পাদন করতে পারে, কিন্তু ইইউ-এর একক বাজার ও শুল্ক সংঘের বাইরে থেকে, সেক্ষেত্রে প্রবৃদ্ধির হ্রাস ঘটবে বর্তমানে যা ধরা হচ্ছে, তার চেয়ে পাঁচ শতাংশ বেশি;
– মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও অপরাপর দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির ফলে প্রবৃদ্ধি বাড়বে বটে, কিন্তু ইইউ থেকে যে পরিমাণ আয় হতো, সে লোকসান মেটানো এই বহির্বাণিজ্যের পক্ষে সম্ভব হবে না;
– একমাত্র কৃষি ছাড়া ব্রিটেনের অর্থনীতির প্রায় প্রতিটি বিভাগের উপর ব্রেক্সিটের নেতিবাচক ফলশ্রুতি ঘটবে ও আন্তর্জাতিক অর্থবাণিজ্যের কেন্দ্র হিসেবে লন্ডনের মর্যাদার আন্তরিক ক্ষতি ঘটবে;
– ব্রিটেন ইইউ ছাড়ার পর ব্রিটেনের অর্থনীতি যে নেতিবাচক মোড় নিতে পারে, সে বিষয়ে আগেও একাধিক রিপোর্টে ভবিষ্যদ্বাণী করা হয়েছে।