এদেশের মুসলমানরা ধর্মান্ধ নয়, সন্ত্রাসবাদ পশ্চিমাদের সৃষ্টি : ইকবাল সোবহান চৌধুরী

নিউজ নাইন২৪ডটকম, ঢাকা: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, ‘আমাদের দেশের ধর্মভীরু মুসলমানরা ধর্মকে ব্যবহার করে সন্ত্রাসবাদ তৈরি করতে জানে না। পশ্চিমারাই সন্ত্রাসবাদ সৃষ্টি করছে।’ গতকাল ইয়াওমুস সাব্ত (শনিবার ) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। অপরাধ অনুসন্ধানী অনলাইন দৈনিক ও পাক্ষিক প্রকাশনা ‘প্রাইভেট ডিটেকটিভি’-এর ১৫ বছর পূর্তিতে এ আলোচনা সভার আয়োজন করা হয়। তিনি বলেন, ‘পশ্চিমা গোষ্ঠী আফগানিস্তানে সন্ত্রাসবাদ তৈরি করেছে। তারা ইরাকে আক্রমণ করে সেখানে সন্ত্রাসবাদ তৈরি করেছে। তারা লিবিয়াতে সন্ত্রাসবাদ তৈরি করেছ। আমরা গর্ব করে বলতে পারি, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ঐতিহ্যগত অধিকার। আমাদের দেশের ধর্মভীরু মুসলমানরা ধর্মকে ব্যবহার করে সন্ত্রাসবাদ তৈরি করতে জানে না।’

ইকবাল সোবহান বলেন, ‘আমাদের দেশে যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, তা কিন্তু তারাই সৃষ্টি করছে। আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়।’ বাংলাদেশের গণমাধম্যের স্বাধীনতা নিয়ে মার্কিন প্রতিবেদনের সমালোচনা করে তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র একটি প্রতিবেদনে আমাদের গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে কথা বলেছে। তাদের এই উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানাই। এদেশের গণমাধম্যের স্বাধীনতা না থাকলে সংবাদমাধ্যম এতো বেশি বিকশিত হতে পারতো না।’ তিনি আরো বলেন, ‘মৌলবাদ, সন্ত্রাসবাদ, সাম্পদায়িকতা সমাজে শুধু অপরাধ বা অশান্তি সৃষ্টি করছে না, তারা সমাজ ও দেশের অর্থনৈতিক উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে।’