‘যুক্তরাষ্ট্রের কর কমানোর পদক্ষেপ অর্থনীতির জন্য নেতিবাচক’

ডেস্ক: অর্থণৈতিক প্রণোদনার অংশ হিসেবে কর কমানোর পদক্ষেপ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। আরএই পদক্ষেপ দেশটির অর্থনীতির জন্য নেতিবাচক হিসেবে দেখছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল।

সংস্থাটি আশঙ্কা করছে, অর্থণৈতিক প্রণোদনার অংশ হিসেবে কর কমানোর ফলে দেশটিতে দফায় দফায় সুদের হার বাড়ালে তা মার্কিন অর্থনীতিতে উচ্চ ঋণের ঝুঁকি বাড়িয়ে তুলবে। সংস্থাটির প্রধান ক্রিস্টিন লাগার্দ তাই সম্প্রতি এ ব্যাপারে দেশটির নীতিনির্ধারকদের সতর্ক করে বলে, যুক্তরাষ্ট্রের পুনর্গঠনের দিকে নজর রাখছে আইএমএফ।

এদিকে, রিটেইল জায়ান্ট ওয়ালমার্টের শেয়ারদর তিন দশকের মধ্যে সবচেয়ে বেশি কমে গেছে। গত মঙ্গলবার কোম্পানিটি বিগত ২৫শে ডিসেম্বর সময় এর হতাশাজনক বিক্রির প্রতিবেদন প্রকাশের পর শেয়ারদর ১০ শতাংশের বেশি কমে গেছে। খবর এএফপি, বিবিসি।

দিনটি ছিল ওয়ালমার্টের ইতিহাসে ওয়ার্ল্ড স্ট্রিটে সবচেয়ে খারাপ দিনগুলোর একটি। এদিন বিশ্বের সবচেয়ে বড় রিটেইলারের শেয়ারের দর ১০ দশমিক ২ শতাংশ কমে ৯৪ দশমিক ১১ ডলারে নেমে আসে। কোম্পানিটি ৩০ বছর পর একদিনে শেয়ারমূল্যে এতখানি পতন দেখল।

২০১৭ সালের শেষ প্রান্তিকে ওয়ালমার্টের অনলাইনে বিক্রি ২৩ শতাংশ বৃদ্ধি পেলেও এর প্রবৃদ্ধি ছিল পূর্ববর্তী প্রান্তিকের অর্ধেকেরও কম এবং ২০১৬ সালের একই প্রান্তিকের চেয়ে খারাপ।
সেপ্টেম্বর থেকে ডিসেম্বর প্রান্তিকে ওয়ালমার্টের নিট মুনাফা ৪২ দশমিক ১ শতাংশ কমে ২২০ কোটি ডলারে নেমে এসেছে। মূল্য কম রাখতে বিনিয়োগ এবং অনলাইনে কম মার্জিনের পণ্যের প্রভাবে মূলত মুনাফার ওপর এ প্রভাব পড়েছে বলে জানায় প্রধান আর্থিক কর্মকর্তা ব্রেট ব্রিগস।

এছাড়া আগের তিন মাসের তুলনায় ওয়ালমার্টের ই-কমার্সের প্রবৃদ্ধি ছিল অনেক বেশি শ্লথ। গত বছর ওয়ালমার্টের মোট অনলাইন রাজস্বের পরিমাণ ১ হাজার ১৫০ কোটি ডলার হলেও কম মূল্যে বিক্রি করার কারণে তারা মুনাফা হারিয়েছে।