বাংলাদেশে বিনিয়োগের রিটার্ন বেশি -পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়া চাপ দিলে মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নেবে

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ এশিয়ার অন্য যে কোনও দেশের তুলনায় বাংলাদেশে বিনিয়োগের রিটার্ন বেশি উল্লেখ করে এ দেশে বিনিয়োগ করতে থাইল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে থাইল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূত অরুণরং ফোথং হামফ্রেস সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ-থাইল্যান্ড দ্বিপাক্ষিক বাণিজ্য মূলত থাইল্যান্ডের পক্ষে। কারণ, বাংলাদেশ থাই বাজারে অত্যন্ত সামান্য পরিমাণ (২০১৮-১৯ অর্থবছরে ৪৪ মিলিয়ন মার্কিন ডলার) রফতানি করে। তিনি রাষ্ট্রদূতকে বলেন, থাইল্যান্ড বাংলাদেশে বিনিয়োগ করে এই ভারসাম্য হ্রাস করতে পারে। কারণ, বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে, এখানে বিপুল বাণিজ্য ভারসাম্যহীনতা হ্রাস করা সম্ভব।

তিনি বলেন, মেডিকেল ট্যুরিজমের গন্তব্য হিসেবে থাই উদ্যোক্তারা বাংলাদেশে যৌথ উদ্যোগের হাসপাতাল নির্মাণ করলে দুই পক্ষই লাভবান হবে।