হাত-পা বেঁধে ১৪৫ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

হাত-পা বেঁধে ১৪৫ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : বৈধ কাগজপত্র না থাকায় ১৪৫ জন ভারতীয়কে হাত-পা বেঁধে বিমানে করে ভারতে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইন্ডিরা গান্ধী বিমানবন্দরে অবতরণের পর এসব ভারতীয়দের হাত-পায়ের বাঁধন খুলে দেওয়া হয়েছে। এদের মধ্যে ১৪২ জন পুরুষ ও ৩ জন নারী। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে ঢাকা হয়ে দিল্লি পর্যন্ত ফ্লাইটে এসব অভিবাসীদের সাধারণ অপরাধীদের মতো আচরণ করা হয়েছে।

দিল্লিতে অবতরণের পর হাত-পায়ের বাঁধন খুলে দিলে নশভাভ স্বস্তির নিশ্বাস ছাড়ে। তাদের দিল্লিতে পা দেওয়া মুহূর্তটি ছিল বেদনামধুর। তাদের কথাতেই ভারতীয়দের সবার অবস্থাই উঠে এসেছে। বিভিন্ন পথে তারা যুক্তরাষ্ট্রে পৌঁছায়। কেউ কেউ ইকুয়েডর, কেউ দক্ষিণ আমেরিকার দেশ হয়ে এবং কেউ কেউ ইউরোপের গ্রিস, ইতালি ও অন্য দেশ পাড়ি দিয়ে সেখানে পৌঁছায়।
গত কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর দ্বিতীয় ঘটনা এটি। এর আগে ১৮ অক্টোবর ৩১১ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয় অভিবাসী শিবির থেকে।