মালদ্বীপ সুপ্রিম কোর্টের দুই বিচারপতিকে চাকরিচ্যুত

মালদ্বীপ সুপ্রিম কোর্টের দুই বিচারপতিকে চাকরিচ্যুত

আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী ড. আহমেদ আব্দুল্লা দিদি ও বিচারপতি আদম মোহাম্মদ আব্দুল্লাকে অপসারণের পক্ষে সোমবার ভোট দিয়েছে মালদ্বীপের পার্লামেন্ট। তাদেরকে অপসারণের জন্য জুডিশিয়াল সার্ভিস কমিশন (জেএসসি) সুপারিশ করেছিলো।

১৭টি ঘটনায় এই দুই বিচারপতির অসদাচরণের প্রমাণ পাওয়ার পর জেএসসি তাদেরকে ৬০ দিনের জন্য বরখাস্ত এবং সরকারের কাছে তাদেরকে চাকরিচ্যুত করার সুপারিশ করে। জেএসসি’র তদন্তে দেখা যায় বিচারপতিরা সংবিধান লঙ্ঘন করে পার্লামেন্ট ও অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ক্ষমতা খর্ব করেছেন।

৮৭ আসনের মালদ্বীপ পার্লামেন্টে সরকারের এমপি রয়েছে ৬৯ জন। তারা সবাই বিচারপতিদের বিপক্ষে ভোট দেন। বিরোধী দলের ৯ এমপি পক্ষে এবং একজন অনুপস্থিত থাকেন।

বিচারপতিদের সিদ্ধান্ত তদন্ত করার এখতিয়ার জেএসসি’র নেই দাবি করে দুই বিচারপতি জেএসসি’র তদন্ত দলের সঙ্গে সহযোগিতা করতে অস্বীকৃতি জানান। প্রধান বিচারপতি তার বরখাস্তের আদেশও প্রত্যাখ্যান করেন কারণ এটা সঠিক নিয়ম অনুসরণ করে হয়নি। জেএসসি’র সদস্যরা তাদের শপথ ভেঙ্গেছে বলে অভিযোগ করে সে।

সংবিধানের সীমা লঙ্ঘন করে জেএসসি বিচারপতিদের ভয় দেখানোর চেষ্টা করছেও বলেও অভিযোগ করেন দুই বিচারপতি।