শাহিন-১ ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান

শাহিন-১ ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম সারফেস-টু-সারফেস ব্যালিস্টিক মিসাইল (এসএসবিএম) শাহিন-১-এর পরীক্ষামূলক উৎক্ষেপন করেছে পাকিস্তান।

সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর জানায়, সেনাবাহিনীর স্ট্রাটেজিক ফোর্সেস কমান্ডের অপারেশনাল প্রস্তুতি পরীক্ষার লক্ষ্যে প্রশিক্ষণের অংশ হিসেবে সোমবার এই ক্ষেপনাস্ত্র উৎক্ষেপন করা হয়।

স্ট্রাটেজিক প্লান্স ডিভিশনের মহাপরিচালক, আর্মি স্ট্রাটেজিক ফোর্সেস কমান্ডের কমান্ডার, নেসকম চেয়ারম্যান, বিজ্ঞানী, প্রকৌশলী ও অন্যান্য সিনিয়র অফিসাররা এই উৎক্ষেপন প্রত্যক্ষ করেন।

আইএসপিআর জানায়, সেনা সদস্যরা পাকিস্তানের বিশ্বাসযোগ্য ন্যূনতম প্রতিরোধক নিশ্চিত করার জন্য এই শক্তিশালী অস্ত্র ব্যবস্থা পরিচালনা ও সামাল দেয়ার ক্ষেত্রে অত্যন্ত উঁচু দরের দক্ষতা প্রদর্শন করেছে।

শাহিন-১ এসএসবিএম যেকোন ধরনের ওয়্যারহেড দিয়ে ৬৫০ কিলোমিটার দূরের টার্গেটে আঘাত হানতে পারে।